দেশ

‘আত্মনির্ভর’ শুধুই প্রচারে, বাস্তব হল ‘আত্মসমর্পণ’, রেল বেসরকারিকরণ প্রসঙ্গে কেন্দ্রকে তোপ ইয়েচুরি-র

‘আত্মনির্ভর’ শুধুই প্রচারে, বাস্তব হল ‘আত্মসমর্পণ’। রেলের বেসরকারিকরণের প্রস্তাব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। করোনা মহামারীর মধ্যেই রেল বেসরকারীকরণ করার দিকে একধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। ১০৯ জোড়া রুটের ১৫১টি প‍্যাসেঞ্জার ট্রেন পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার উদ‍্যোগ শুরু করে দিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের পক্ষ থেকে আজ বুধবার একথা জানানো হয়েছে। এই বেসরকারীকরণের ফলে প্রায় ৩০,০০০ কোটি বিনিয়োগ হবে বলে মনে করছে জাতীয় পরিবহন সংস্থাটি। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ব‍্যবহার করে যাত্রীদের বিশ্বমানের ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ট্রেনে কমপক্ষে ১৬টি কোচ থাকবে। ট্রেনগুলো চলাচলের জন্য নির্ধারিত ১০৯টি মূল-গন্তব‍্য রুটগুলি ১২টি ক্লাস্টারে গঠিত হয়েছে। ভারতীয় রেলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই আধুনিক ট্রেনগুলির বেশিরভাগই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে ভারতেই তৈরি করা হবে। ট্রেনগুলোর রক্ষণাবেক্ষণ, পরিচালনা, অর্থ সংগ্রহ সমস্ত কিছুর জন্য দায়বদ্ধ থাকবে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থাগুলোকে ৩৫ বছরের‌ জন‍্য এই সুযোগ দেওয়া হবে।