মহারাষ্ট্রের রাজনীতিতে আচমকাই নাটকীয় পরিবর্তন। আচমকাই মহরাষ্ট্রে জোট সরকারের সামনে উপস্থিত মহাসঙ্কট। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি সরকারের ভবিষ্যতকে প্রশ্নের মুখে ফেলে বিদ্রোহ ঘোষণা করেছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। মুম্বই থেকে সুরাতে বিজেপির নিরাপদ আশ্রয়ে ঘাঁটি গেড়েছেন। বাকিরাও যাতে বিজেপির ফাঁদে পা না দেয় তার জন্য মঙ্গলবার রাতেই শিবসেনার বিধায়কদের ওরলির একটি
হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত রাজনৈতিক সঙ্কট না মেটা পর্যন্ত ওই হোটেলেই কড়া প্রহরায় রাখা হবে তাঁদের। খোদ দলের বাগী বিধায়কদের বুঝিয়ে ফিরিয়ে আনার পাশাপাশি কীভাবে বিজেপির ‘অপারেশন কমল’ অভিযানকে ব্যর্থ করে মহা বিকাশ আগাড়ি সরকারকে কীভাবে বাঁচানো যায় তা নিয়ে এদিন রাতেই এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সরকার বাঁচাতে অতীতে অনেক রাজনৈতিক চাল উল্টে দেওয়ার মালিকের দ্বারস্থ হয়েছেন তিনি।