ক্রাইম

সুপ্রিমকোর্টে ধাক্কা খেল কৈলাস বিজয়বর্গীয় সহ ৩ বিজেপি নেতা, দলের নেত্রীকে গণধর্ষণ মামলা ফেরত পাঠাল শীর্ষ আদালত

সুপ্রিম কোর্টে ধাক্কা কৈলাস বিজয়বর্গীয়-সহ তিন সংঘ ঘনিষ্ঠ বিজেপি নেতার। তাঁদের বিরুদ্ধে ওঠা গ্ণধর্ষণের মামলা আলিপুর আদালতে ফেরত পাঠাল বিচারপতি এম আর শাহের ডিভিশন বেঞ্চ। সেই মামলা প্রথমে দায়ের হয়েছিল কলকাতার আলিপুর আদালতে। সেই মামলায় নির্যাতিতা ৩ বিজেপি নেতার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ FIR হিসাবে দায়েরের অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আলিপুর আদালত। তখন নির্যাতিতা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলায় হাইকোর্ট ৩জন বিজেপি নেতার বিরুদ্ধেই FIR দায়ের করার অনুমতি দেয়। সেই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যান ৩ বিজেপি নেতা। কিন্তু এদিন সেখানেই ধাক্কা খেয়েছেন তাঁরা। দেশের শীর্ষ আদালত মামলাটিকে আলিপুর আদালতে ফেরত পাঠিয়েছে। সঙ্গে নির্দেশ দিয়েছে, মামলাটির নতুন করে শুনানি করে বিচার-বিবেচনা করতে হবে। আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটই ঠিক করবেন ৩ বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের হবে কিনা। আর এই ৩ নেতা হলেন কৈলাস বিজয়বর্গীয়, প্রদীপ যোশী ও জিষ্ণু বসু।

২০১৮ সালে দলেরই এক নেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে বঙ্গ বিজেপির তৎকালীন পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে। নাম জড়ায় প্রদীপ যোশী এবং জিষ্ণু বসুরও। এঁদের মধ্যে প্রদীপকে পরে বরখাস্ত করেছে বিজেপি। আর জিষ্ণু বসু রাজ্যের শীর্ষ আরএসএস নেতা। অভিযোগ, সেই ঘটনার পর থেকেই ওই মহিলা এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া শুরু হয়। এই ঘটনায় ২০১৯-এ সরশুনা এবং ২০২০-তে বোলপুর- দুই থানায় দুটি অভিযোগ দায়ের হয়।