কলকাতা

উল্টোডাঙা উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল

ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার রাস্তায় যে উড়ালপুল পড়ে সেটাই উল্টোডাঙা উড়ালপুল। এবার তার পিলারে ধরেছে ফাটল। কয়েকদিন ধরেই এই উড়ালপুলের পিলারে ফাটল দেখতে পান স্থানীয়রা। আজ, বুধবার সকাল থেকে ওই ফাটল নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে এই উড়ালপুলটি তৈরি করেছিল ম্যকিন টস বার্ন সংস্থা । ২০১১ সালের মার্চ মাসে ইএম বাইপাসমুখী উল্টোডাঙ্গা উড়ালপুলের একাংশ ভেঙে লরি পড়ে গিয়েছিল খালে। তারপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল এই উড়ালপুল। ফের ২০১৯ সালের ৯ জুলাই উড়ালপুলের পিআর ক্যাপে বড়োসড় ফাটল ধরা পড়ায় উড়ালপুলের উপর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।উল্টোডাঙ্গা উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য ২০২১ সালে ১৮ নভেম্বর থেকে ২২ শে নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল ব্রিজ। সেই সময় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির ইঞ্জিনিয়াররা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন ব্রিজের অনেকাংশই দুর্বল। তাই ব্রিজের নিচে চারটি অস্থায়ী লোহার পিলার বসানো হয়। এবার ব্রিজ থেকে লেকটাউনের দিকে নামার ১০০ মিটার আগে সেই লোহার পিলারের দু-দিকে ফাটলের জেড়ে ছড়ালো আতঙ্ক।