জেলা

অ্যাম্বুল্যান্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, আহত বহু

অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে ৬জনের মৃত্যু হল। অ্যাম্বুলেন্সটি ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে যাচ্ছিল। তখন কেশপুরের পঞ্চমীর কাছে সিমেন্ট বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তার জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের। এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানেই এখন তাঁরা চিকিৎসাধীন। এই ঘটনার পরই হাসপাতালে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত আছেন কেশপুর থানার অফিসাররা।  সূত্রে খবর, শুক্রবার ঠিক রাত ১২টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। মেদিনীপুর সিমেন্ট বোঝাই লরিটি কেশপুরের দিকে যাচ্ছিল। আর তখন ঘাটাল থেকে একটি অ্যাম্বুল্যান্স রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসছিল। এমন সময়ে পঞ্চমীর বড় পোলের কাছে লরি–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। আর এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সে থাকা যাত্রীদের বেশির ভাগই নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অনেক। কেমন করে এই পথ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।  পথ দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুমান, রাতে লরির গতি তীব্র্র ছিল এবং অ্যাম্বুলেন্সও রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে তাড়াহুড়ো করে। তার জেরেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে। আর এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে।