দেশ

দিল্লিতে ৪ তলা বাড়ি ধসে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬, আহত বহু

ত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় চারতলা বাড়ি ধসে দুই বছরের এক শিশুকন্যা সহ ৬ জনের মৃত্য়ু হয়েছে ৷ আহত হয়েছেন আট জন ৷ শনিবার সকালে উত্তর-পূর্ব দিল্লির জনতা মজদুর কলোনিতে একটি চারতলা বাড়ি ধসে পড়ে। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ এ সময় বেশিরভাগ মানুষ কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় দমকলের ৭টি গাড়ি। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও অনেকের আটকা থাকার আশঙ্কা রয়েছে ৷ ভবনের মালিক, তাঁর স্ত্রী, দুই ছেলে এবং আরও ২ জনের দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার অভিযানের জন্য এনডিআরএফ-সহ একাধিক সংস্থা মোতায়েন করা হয়েছে ৷ দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং এনডিআরএফ দল ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে ৷ পূর্বাঞ্চলের অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাবা বলেন, “উদ্ধার অভিযান চলছে ৷ সকাল ৭টা ০২ মিনিট নাগাদ আমারা ওয়েলকামের এলাকার কাছে একটি চার তলা ভবন ধসে পড়ার খবর পাই ৷ এখনও তিন থেকে চারজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে ৷ মোট ৭০ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৬ জনকে জগপ্রবেশ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এর মধ্যে ১৪ মাস বয়সি একটি শিশু রয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ শিশুটিকে গুরু তেগ বাহাদুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।”