তামিলনাড়ুর বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে ঝলসে গেলেন বহু শ্রমিক ৷ ইতিমধ্যই 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহত অনেক ৷ মঙ্গলবার সকালে তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশীতে বাজি কারখানায় অন্তত ৫০ জন শ্রমিক কাজ করছিলেন ৷ ঠিক সেইসময় দুর্ঘটনাটি ঘটে ৷ বিস্ফোরণের পরই আগুন লেগে যায় ওই বাজি কারখানায়। দমকল পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছে। ৫০টি ঘর বিশিষ্ট কারখানাটির ৮টি ঘর একবারে মাটির সঙ্গে মিশে যায় ৷ বিস্ফোরণে পরই কারখানার চারপাশ এলাকাজুড়ে ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায় ৷ পুলিশ জানিয়েছে, আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজ চালানো হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে । এদিকে আহতদের উদ্ধার করে বিরুধুনগর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১১ জন ৷ আহত আরও ২৩ জনের চিকিৎসা চলছে ৷


