দেশ

পুনে-নাসিক হাইওয়েতে মিনিভ্যান এবং টেম্পোর সংঘর্ষে মৃত ১০

পুনেতে মিনিভ্যান এবং টেম্পোর সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, প্রথমে একটি মিনিভ্যানে ধাক্কা মারে টেম্পো ৷ তার জেরে মিনিভ্যান ধাক্কা মারে সামনে থাকা বাসকে। ঘটনায় প্রাণ যায় 9 জনের ৷ আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার সকাল 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুনে-নাসিক হাইওয়েতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ৷ মৃত ও আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ জানান, নাসিক থেকে পুনের দিকে আসার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ মিনিভ্যানটি নারায়ণগাঁওয়ের দিকে যাচ্ছিল ৷ সেই সময় পিছন থেকে আসা টেম্পো ধাক্কা দেয় মিনিভ্যানটিকে ৷ ধাক্কা এতটাই সজোরে ছিল যে মিনিভ্যানটি গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে ৷ এই দুর্ঘটনার জেরে মিনিভ্যানে থাকা 9 জনেরই মৃত্যু হয় ৷ তাদের মধ্যে রয়েছে 4 মহিলা, 4 পুরুষ ও এক শিশু ৷ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন ৷ তাঁদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মৃতদের পরিবারপিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন ৷ তিনি এদিন এক্স পোস্টে লেখেন, “পুনে-নাসিক হাইওয়ের নারায়ণগাঁওয়ের কাছে একটি ভয়াবহ দুর্ঘটনায় 9 জনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ৷ আমি তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে ৷ আমি পুনের পুলিশ সুপারকে আহতদের যথাযথ চিকিৎসার জন্য বলেছি ৷”