বিদেশ

বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন, মৃত ৩২, আহত ১০০

বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড একটি যাত্রীবাহী লঞ্চে৷ আগুনে পুড়ে ইতিমধ্যেই অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷  আহত হয়েছেন ১০০ জন। ভোররাতে ঝালোকাঠিতে সুগন্ধা নদীর উপর এমভি অভিযান শীর্ষক লঞ্চে ভয়াবহ আগুন লাগে ৷ দ্রুত গোটা লঞ্চে ছড়িয়ে পড়ে আগুন ৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে ৷ চলছে উদ্ধারকাজ ৷ বেশ কয়েকটি দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে, প্রায় হাজারখানেক যাত্রী

নিয়ে ঢাকা থেকে বরগুনায় যাচ্ছিল লঞ্চটি ৷ রাত প্রায় ৩টে নাগাদ লঞ্চে আগুন লাগে ৷ ঝালোকাঠির ডেপুটি কমিশনার জহর আলি এই খবর নিশ্চিত করেছেন ৷ বরিশাল দমকল বিভাগের সহ অধিকর্তা কামাল হোসেন ভুইয়াঁ জানিয়েছেন, এখনও পর্যন্ত বেশ কয়েকটি দেহ উদ্ধার করা হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে ৷ অনেক যাত্রীকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ দমকলের পাঁচটি শাখা উদ্ধারকাজ চালাচ্ছে ৷ তবে ঘন কুয়াশার কারণে ভোরের দিকে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে ৷