দেশ

নেপালে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৫ 

নেপালে ফের দুর্ঘটনা ৷ এবার ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ বুধবার কাঠমাণ্ডুর উত্তর-পশ্চিমে পাহাড়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ স্থানীয় সূত্রে খবর, নুওয়াকোটের শিবপুরী গ্রামীণ পুরসভার ৭ নং ওয়ার্ডের দুর্ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে ৷ মাইরেপাবলিকা সংবাদপত্রের খবর অনুযায়ী, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার, 9N-AJD, কাঠমাণ্ডু থেকে রাসুওয়া যাওয়ার পথে ভেঙে পড়েছে ৷ হেলিকপ্টারটি কাঠমাণ্ডু থেকে দুপুর ১টা ৫৪ মিনিটে উড়ান শুরু করে ৷ টেকঅফের মাত্র তিন মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির সঙ্গে। এক পুলিশ আধিকারীক ওই সংবাদপত্রকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এপর আরও একটি দেহ এতটাই ঝলসে গিয়েছে যে, সেটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ ৷ পরিসংখ্যান ধরলে দেখা যাবে, গত ৩০ বছরেরও বেশি সময় ধরে নেপালে অন্তত ২৭টি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে ৷ যার মধ্যে ২০টিকে সাম্প্রতিক সময়ের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ৷