পাহাড়ে অতিভারী বৃষ্টি ৷ আর এই বৃষ্টির জেরে দার্জিলিঙে নেমেছে ধস ৷ মঙ্গলবার বিকেল নাগাদ দার্জিলিং পুরসভার 17 নম্বর ওয়ার্ডের লুইস জুবলি এলাকায় ধস নামে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় দশটি বাড়ি। ধসের প্রভাব পড়েছে 10 নম্বর জাতীয় সড়কের উপরও ৷ পাশাপাশি মঙ্গলবার মাঝরাতে ধসের ঘটনা ঘটে সেভক ও ২৯ মাইলে । ওই দুই জায়গায় ধসের কারণে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হয় । যদিও ধসের ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে পর পর ধসের ঘটনায় আতঙ্কিত পাহাড়বাসী । চলতি সপ্তাহে পাহাড়জুড়ে শুরু হয়েছে অতিভারী বৃষ্টি । মঙ্গলবার সকাল থেকে দার্জিলিং, কার্শিয়াং, মিরিকের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টি হয় । বৃষ্টির জেরে দার্জিলিং পুরসভার 17 নম্বর ওয়ার্ডে ওই ধসের ঘটনাটি ঘটে । তবে ধসের আশঙ্কা আগে থেকেই করেছিল প্রশাসন ৷ তাই দশটি পরিবারের সদস্যদের আগে থেকেই সরিয়ে ফেলা হয়েছিল । ধসের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং পুরসভা ও জিটিএ’র আধিকারিকরা । ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের একটি সরকারি স্কুলের ত্রাণ শিবিরে রাখা হয়েছে। আশেপাশের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুরসভার তরফে। দশটি পরিবারকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দার্জিলিং পুরসভা ।


