জাতীয় সড়কের নির্মীয়মাণ লুপ সেতু দেখতে গিয়ে অঘটন ৷ বৃহস্পতিবার রাতে ওই গাড়িটি বাগরাকোট ও চুইখিম নির্মীয়মাণ লুপ সেতুতে উল্টে যায় ৷ আহত হন ১২ জন মহিলা ও একজন ১১ বছরের নাবালক। তাঁরা ডুয়ার্সের মালবাজার এলাকার আইসিডিএস কর্মী ৷ বর্তমানে সকলেই চিকিৎসাধীন ৷ নির্মীয়মাণ এই নতুন সিকিমগামী পাহাড়ি পথের দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় লেগেই রয়েছে শীতের মরশুমে ৷ এদিনও সেমতো একটি ম্যাজিক গাড়ি করে ওই ১৩ জন বাগরাকোট ও চুইখিম নির্মীয়মাণ লুপ সেতু দেখতে হাজির হন ৷ কিন্তু পাহাড়ি বাঁকে ঘটে যায় অঘটন ৷ গাড়িটি উল্টে গেলে স্থানীয় দুই পর্যটক প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। আহতদের উদ্ধার করে একটি পিক-আপ ভ্যানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।উদ্ধারকারী দুই যুবক জানান,পর্যটকদের নিয়ে ম্যাজিক গাড়িটি আচমকাই পাহাড়ি বাঁকে উল্টে যায়। তাতে সবাই আহত হন। সেখান দিয়ে যাওয়া একটি পিক-আপ ভ্যান থামিয়ে আমরা সকলকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠাই ৷ 13 জনের মধ্যে দুই জনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷