মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে ইরাপুয়াতো শহরে এক অনুষ্ঠানে বন্দুক নিয়ে হামলা ৷ বন্দুকবাজদের গুলিতে কমপক্ষে মৃত ১২ এবং আহত অনেক ৷ গুলিবর্ষণের সময় লোকেরা রাস্তায় নেমে নাচছিলেন এবং মদ্যপান করছিলেন ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, মানুষ যখন রাস্তায় আনন্দে নাচছিলেন, তখন কয়েকজন বন্দুকবাজ নির্বিচারে গুলি চালাতে থাকে ৷ ভয়ে চিৎকার করে অনেকে প্রাণ বাঁচতে দৌড়ে পালিয়ে যান। বেশ কয়েকজন বন্দুকবাজ ছিল বলে জানা গিয়েছে ৷ গুলির শব্দে আতঙ্কে চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘিরে ফেলা হয় এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পুলিশ আসার আগেই আততায়ী সেখান থেকে চম্পট দেয়। বন্দুকবাজদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইরাপুয়াতোর কর্মকর্তা রোডলফো গোমেজ সার্ভান্তেস এক সংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এই ঘটনায় ১২ নিহত হয়েছেন ৷ আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ৷ এই হামলার তীব্র নিন্দাা করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ৷


