দেশ

গভীর রাতে কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনা, লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৯

গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল কর্নাটকে ৷ একটি লরির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৯ জনের ৷ জখম হয়েছেন ১২ জন ৷ তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক ৷ বুধবার গভীর রাতে টুমাকুরু জেলার শিরা তালুকের বালেনাহাল্লি গেটের কাছে ঘটে এই দুর্ঘটনা৷ জানা গিয়েছে, গাড়িটিতে ২০ জন যাত্রী ছিলেন ৷ গভীর রাতে তীব্র গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির মুখোমুখি চলে আসে গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 9 জনের ৷ আহত হয়েছেন ১২ জন ৷ তাঁদের টুমকুর জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ জানা গিয়েছে, মৃত সবাই রায়চুরের বাসিন্দা ৷ এই ঘটনায় কাল্লেমবেল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷