দেশ

যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ৪, চলছে উদ্ধারকাজ

একাধিক যাত্রী-সহ যমুনায় ডুবে গেল নৌকা ৷ দুর্ঘটনাগ্রস্ত নৌকায় সওয়ার ৪ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ তড়িঘড়ি নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ টিম ৷ মাঝ নদীতে নৌকো উল্টে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বান্দা জেলার মার্কা এলাকায় নৌকাডুবি হয়েছে ৷ অন্তত চারজন ডুবে গিয়েছে, আরও কয়েকজন নিখোঁজ হয়েছে । নৌকাটি মার্কা থেকে ফতেপুর জেলার জারাউলি ঘাটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে । পুলিশ সুপার অভিনন্দন জানিয়েছেন, নৌকাটিতে ৩০-৩৫ জন সওয়ার ছিলেন ।