জেলা

চন্দননগর স্টেশন থেকে উদ্ধার ২১টি কচ্ছপ, গ্রেফতার প্রৌঢ়া

চন্দননগর স্টেশন থেকে উদ্ধার হল 21টি কচ্ছপ। সোমবার এই ঘটনায় এক প্রৌঢ়াকে গ্রেফতার করেছে শেওড়াফুলি জিআরপি । কচ্ছপগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে । রেল পুলিশ সূত্রে খবর, দুন এক্সপ্রেস করে এসে চন্দননগর এক নম্বর স্টেশনে নেমেছিলেন লক্ষ্মী সরকার নামে ওই প্রৌঢ়া । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে । পুরুলিয়ার অযোধ্যা থেকে কলকাতার দিকে কচ্ছপগুলো আনছিলেন বয়স্ক মহিলা । স্টেশনে বেশ কয়েকটি বস্তা নিয়ে বসেছিলেন লক্ষ্মী । পুলিশ সন্দেহের বশে আটক করে মহিলাকে । এরপর তল্লাশি চালালে তাঁর কাছে থাকা বস্তা ও ব্যাগ থেকে কচ্ছপ উদ্ধার হয় । তারপরেই শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ গ্রেফতার করে লক্ষ্মীকে ৷ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় ওই মহিলাকে । তাঁকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷