জেলা

নবান্নের কাছে উলটে গেল মালবোঝাই কন্টেনার, বন্ধ যান চলাচল 

নবান্নের কাছে মন্দিরতলায় উলটে গেল একটি মালবাহী কন্টেনার । মঙ্গলবার আনুমানিক সকাল 6টার সময় এই দুর্ঘটনা ঘটে । এর ফলে মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার রাস্তায় যান চলাচল ব্যাহত হয় । পাশাপাশি, আন্দুল রোড থেকে মন্দিরতলায় আসার পথও বন্ধ হয়ে যায় । ফলে ব্যস্ত সময়ে তীব্র যানজটে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, কন্টেনারটি রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে উলটে পড়ে আটকে দেয় গোটা রাস্তা ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা । ক্রেনের সাহায্যে কন্টেনারটি সরানোর চেষ্টা শুরু হয় ৷ তবে কন্টেনারের ভিতরে প্রচুর মালপত্র থাকায় সেটিকে সরাতে বেশ বেগ পেতে হয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, কন্টেনারটি খিদিরপুর থেকে লিলুয়ার ঝাউতলার দিকে যাচ্ছিল । চালক ভুল করে মন্দিরতলায় ঢুকে পড়েন । রাস্তাটি সংকীর্ণ হওয়ায় কন্টেনারটি ঘোরাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন চালক । মুহূর্তের মধ্যেই বিশাল কন্টেনারটি রাস্তার মাঝখানে উলটে যায় । ফলে মন্দিরতলা মোড়ে তীব্র যানজট তৈরি হয় । দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন হাওড়া ট্র্যাফিক গার্ডের আধিকারিকরা । প্রথমে ছোট ক্রেন এনে কন্টেনারটি তোলার চেষ্টা করা হয়, কিন্তু তাতে ব্যর্থ হন উদ্ধারকারীরা । মালবোঝাই থাকায় সেটি নড়ানো যাচ্ছিল না । এরপর আরও বড় ক্রেন আনা হয় । এদিকে, সময় যত গড়ায়, ততই রাস্তায় বাড়তে থাকে যানজট । অফিস টাইমে গাড়ির লাইন দীর্ঘ হতে থাকে । পুলিশ যান নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে । সকালের ব্যস্ত সময়ে এমন দুর্ঘটনায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা । কেউ কেউ বাস থেকে নেমে হাঁটতে শুরু করেন । অন্যরা বিকল্প পথ নিতে বাধ্য হন ৷ ফলে পাশের রাস্তাগুলিতেও চাপ বাড়ে । অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, বড় গাড়ির চলাচল নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ।