কলকাতা

‘ধর্মঘট ভাঙতে এলে মেরে তৃণমূলের মাজা ভেঙে দেব’, হুমকি SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-র

যাদবপুর-ইস্যুতে আজ, সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই-সহ একাধিক ছাত্র সংগঠন ৷ সেই ধর্মঘট তৃণমূল ভাঙতে এলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিলেন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘পুলিশের ভূমিকা দলদাসের মতো, এটা আগেও আমরা দেখেছি এই রাজ্যের বুকে ৷ সেই প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূল যদি ধর্মঘট ভাঙতে আসে, তাহলে ওদের মাজা ভেঙে দেব আমরা ৷’’ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যেই ওয়েবকুপার সম্মেলন আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই সম্মেলনে যোগ দিতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ হয় ৷ তাঁর গাড়ি আটকানোর চেষ্টা হয় ৷ ব্রাত্যর গাড়ির ধাক্কায় দুই ছাত্র ইন্দ্রানুজ রায় ও অভিনব বসু আহত হন বলে অভিযোগ ৷ তার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসএফআই, এআইডিএসও-সহ একাধিক ছাত্র সংগঠন ৷ সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ পরীক্ষার প্রথমদিনই ছাত্র ধর্মঘট হওয়ায় গোলমালের আশঙ্কা ছিল ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত গোলমাল হয়েছে ৷ কোথাও কোথাও বনধ সমর্থকরাও আক্রান্ত হয়েছেন ৷ তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর আপাত শান্তই ছিল ৷ সামগ্রিকভাবে বনধ সফল বলেই দাবি করেছেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ৷ তিনি বলেন, ‘‘গোটা রাজ্যজুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ে সফলভাবে ধর্মঘট সংঘঠিত হচ্ছে ৷ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটে সামিল হয়েছে ৷ অনেকগুলো জায়গাতে এই ধরনের অশান্তির খবর আসছে যে তৃণমূল পুলিশের সাহায্য নিয়ে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাসের ভিতর অশান্তি পাকাচ্ছে ৷ ধর্মঘট ভাঙার চেষ্টা করছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের পরিষ্কার কথা ওরা যদি ধর্মঘট ভাঙতে আসে, ওরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই কিন্তু সবক শেখানো হবে ৷ ওরা ধর্মঘট ভাঙতে এসে ঢিল ছুঁড়বে, তার উলটোদিকে আমরা ফুল কিন্তু ছুঁড়ব না ৷ ওরা যদি এক ইঞ্চি এগোয় ধর্মঘট ভাঙতে, আমরা দশ ইঞ্চি এগোতে প্রস্তুত ধর্মঘটকে সফল করার জন্য ৷ ক্রিমিনাল ব্রাত্য বসুর অ্যারেস্ট চাই৷ অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করে এই ক্রাইম সিন্ডিকেট ক্যাম্পাসে ক্যাম্পাসে বন্ধ করতে হবে ৷’’ দেবাঞ্জনের অভিযোগ, ‘‘গোটা রাজ্যজুড়ে পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল এই ধর্মঘট ভাঙার চেষ্টা গতকাল থেকেই শুরু করে দিয়েছে ৷ গতকাল কোচবিহারে একটার পর একটা এসএফআই-এর দফতরে তৃণমূল হামলা করেছে ৷ পুলিশ নির্বিকার নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে আছে ৷’’