বিনোদন

১৭ বছর পর একই পর্দায় অমিতাভ-শাহরুখ

দীর্ঘ ১৭ বছর পর স্ক্রিন শেয়ার করলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। শনিবার বিকেলে শুটিংয়ের ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। শাহরুখ টুইটে লিখেছেন, ‘অনেকগুলো বছর পরে আবার একসঙ্গে। অমিতাভ স্যরের সঙ্গে কাজ অনুপ্রেরণার সমান। আশীর্বাদও নিলাম।’ ছবিতে দেখা গিয়েছে, কালো পোশাকে সুপুরুষ তাঁরা। পিছনে গাড়ি। তাঁরা দৌড়োচ্ছেন। এই দৌড় প্রসঙ্গেও মজার মন্তব্য কিং খানের। দাবি, তাঁকে দৌড়ে নাকি হারিয়ে দিয়েছেন ‘শাহেনশা’! দু’জনকে একসঙ্গে দেশে বেজায় খুশি তাঁদের ভক্তরা। তবে ঠিক কিসের শুটিং তারা করছেন তা এখনও জানা যায়নি।