বিনোদন

জাওয়ান-এর তৃতীয় গানের ঝলক দেখালেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জাওয়ান’-কে ঘিরে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। সেই উর্ধ্বমুখী পারদকে আরও একটু উস্কে দিলেন কিং খান। ‘জাওয়ান’-এর তৃতীয় গানের টিজার পোস্ট করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘বন্ধুরা সবাই যেমনটা চায় তেমন ট্রেলার তৈরি করার সময় এসেছে। @TSeries এবং @anirudhofficial এবং @Atlee_dir গানটি প্রকাশ করতে চেয়েছিলেন। এখন একটি টিজার দিলাম…&@AntonyLRuben কে ট্রেলারের কাজ করতে দিলাম। গানটি হল… নট … রামাইয়া ভাস্তভাইয়া। আপাতত বিদায় আপনাদের সবাইকে ভালোবাসি। #জওয়ান’। গানটির ঝলক দেখে ‘জিন্দা বান্দা’ গানের মতোই এটিকেও ডান্স নাম্বার বলেই মনে হচ্ছে।