বিনোদন

Shah Rukh Khan : শুটিংয়ের সময় গুরুতর আহত কিং খান, চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকায়

মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন মাসলে চোট পান শাহরুখ খান । চিকিৎসার জন্য কিং খানকে তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। আপাতত ছবিটির শুটিং বন্ধ। প্রাথমিকসূত্রে খবর আমেরিকায় চলবে শাহরুখ খানের চিকিৎসা। করা হতে পারে ছোট্ট অস্ত্রোপচারও। শোনা যাচ্ছে চিকিৎসকের পরামর্শে, শাহরুখ খানকে অন্তত এক মাসের সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। এর ফলে ‘কিং’–এর যে অংশের শুট জুলাই–আগস্টে ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো ও YRF স্টুডিওতে হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত রাখার পরিকল্পনা করা হয়েছে।