আজ কলকাতায় আইপিএলের উদ্বোধন। ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে জমকালো অনুষ্ঠান। যে অনুষ্ঠানের জন্য শুক্রবারই কলকাতায় পৌঁছে গেলেন শাহরুখ খান। আইপিএলে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের সামনে এবার খেতাব ধরে রাখার লড়াই। শনিবার আইপিএল বোধনেই মাঠে নামছে কেকেআর। ইডেনে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সন্ধ্যা ঠিক ৬টা ১১মিনিটে মাঠে প্রবেশ করবেন শাহরুখ খান। তিনিই অনুষ্ঠানের সঞ্চালক। অনুষ্ঠানের শুরুতে ঠিক ২ মিনিট বক্তব্য রাখবেন তিনি। ৬টা ১৩মিনিটে মঞ্চে উঠবেন শ্রেয়া ঘোষাল। যিনি বলিউড থেকে শুরু করে টলিউড – একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভক্তদের। ঠিক ১৬ মিনিট গান শোনাবেন শ্রেয়া ঘোষাল। ১৬ মিনিটে মোটামুটিভাবে ৫-৬টি গান গাইবেন শ্রেয়া। ঠিক সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন দিশা পাটানি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাচের তালে মাঠ মাতাবেন। দিশার ৪ মিনিটের পারফরম্য়ান্সের পর মঞ্চে আসবেন গায়ক কর্ণ আউজলা। ৮ মিনিট গান গাইবেন। তাঁর শেষ গানের সময় ফের মঞ্চে উঠবেন দিশা। পৌনে সাতটা থেকে ৬টা ৫৩মিনিট পর্যন্ত ফের মঞ্চে শাহরুখ খান। ক্রিকেটারদের সঙ্গে কথোপকথন হবে কিংগ খানের। তারপর সমস্ত বোর্ড কর্তা ও সেলিব্রিটিদের মঞ্চে ডাকবেন শাহরুখ খান। তারপর উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন। সব অধিনায়কদের সঙ্গেই কথোপকথন হবে শাহরুখের। সব শেষে থাকবে আইপিএল ১৮ লেখা কেক কাটার পর্ব, বেলুন ওড়ানো ও ড্রোন শো। ট্রফি নিয়ে সকলের ফটোশ্যুট। আতশবাজি ফাটানো হবে। শুরু হয়ে যাবে আইপিএল।
