দেশ

ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস 

ফের ওড়িশায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুর রেল স্টেশনের কাছে ৷ শালিমার-সম্বলপুর মহিমা গোঁসাই এক্সপ্রেসের একটি সাধারণ বগি লাইনচ্যুত হয় ৷ তবে ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে রেল সূত্রে খবর ৷ পূর্ব উপকূল রেলওয়ে বিবৃতিতে জানিয়েছে, সকাল ৯টা ১৮ মিনিটে সম্বলপুর টাউন স্টেশন থেকে খুব ধীর গতিতে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সম্বলপুর সিটি স্টেশন-সম্বলপুর জংশনের মধ্যে এই ঘটনা ঘটে । এই ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷ ২০৮৩১ শালিমার-সম্বলপুর এক্সপ্রেসের গার্ড ভ্যানের পাশে থাকা একটি জেনারেল কোচের পিছনের ট্রলিটি সম্বলপুর সিটি স্টেশনের কাছে খুব ধীর গতিতে লাইনচ্যুত হয়েছে । বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, ট্রেনটি ইতিমধ্যেই সমস্ত যাত্রী নিয়ে সম্বলপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে । কেউ আহত হয়নি ৷ ডিআরএম সহ রেলওয়ের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজের তদারকি করছেন । এই ঘটনায় গার্ড জানিয়েছেন যে, ট্রেনটির গতি খুব কম থাকায় একটি বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে । খবর পেয়ে রেলওয়ে আধিকারিক এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের অন্য কোচে স্থানান্তরিত করেছে ।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৩০ মার্চ ওড়িশার কটকে লাইনচ্যুত হয়েছিল বেঙ্গালুরু-গুয়াহাটি কামাখ্যা এক্সপ্রেসের ১১টি বগি ৷ ঘটনায় মৃত্যু হয় এক বাঙালি যাত্রীর ৷ তারও আগে ২ জুন ২০২৩ সালে ওড়িশার বালাসোরের কাছে বাহানাগা স্টেশন বাজার এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা তো সবারই জানা ৷ চেন্নাইগামী করমণ্ডল-শালিমার এক্সপ্রেস একটি মালগাড়িকে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটে ৷ যাতে করমণ্ডল এক্সপ্রেসের সামনের দিকে বহু বগি লাইনচ্যুত হয় ৷ বগিগুলি ছিটকে পাশের ট্র্যাকে উলটে পড়ে ৷ ওই লাইন দিয়ে বেঙ্গালুরু থেকে যশবন্তপুর এক্সপ্রেস আসছিল ৷ সেই ট্রেনটি লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলিকে ধাক্কা মারে ৷ এতে এই এক্সপ্রেসের বগিগুলিও লাইনচ্যুত হয় ৷ এর আগে ১৯ জুলাই ২০২৩ সালে ভদ্রক থেকে বালাসোরগামী মেমু ট্রেন নীলগিরি রোড স্টেশন ছেড়ে বেরনোর কিছুক্ষণের মধ্যে মেমু ট্রেনটি হঠাৎই লুপ লাইনে ঢুকে যায় ৷