ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারকে নোটিশ পাঠাল আয়কর দফতর ৷ যদিও তাকে ‘প্রেমপত্র’ বলে কটাক্ষ করেছেন প্রবীণ নেতা ৷ কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেছেন, নির্দিষ্ট কিছু লোকেদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আয়কর দফতরের নোটিশ হাতে পান এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ এরপরই তিনি টুইটে লেখেন, “আমি একটি প্রেমপত্র পেয়েছি ৷ ২০০৪, ২০০৯, ২০১৪ ও ২০২০ সালে দাখিল করা নির্বাচনী হলফনামা সংক্রান্ত একটি প্রেমপত্র পেয়েছি আয়কর দফতরের কাছ থেকে ৷” মারাঠি ভাষায় করা টুইটে তিনি আরও কটাক্ষ করে লিখেছেন, “এই দফতরের গুণগত মান বৃদ্ধি পেয়েছে ৷ বিশেষ কৌশল নিয়েই নির্দিষ্ট কয়েকজনের সম্পর্কে বহু বছরের তথ্য সংগ্রহ করা হচ্ছে ৷”
