কংগ্রেসের চিঠিকে গুরুত্ব না দিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজ্য প্রচারে আসছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। রাজ্যে মমতার হয়ে নির্বাচনী প্রচারে আসতে পারেন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শরদ পাওয়ার। আজ সাংবাদিকদের এই কথাই জানিয়েছেন এনসিপি মুখপাত্র মহেশ তাপাসে। আগামী ১ এপ্রিল রাজ্যে তৃণমূলের নানা নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন শরদ পাওয়ার। কার্যত রাজ্য থেকে কেন্দ্রীয় স্তরে মোদি বিরোধী মুখ হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই এগোচ্ছে কংগ্রেস বাদে অন্য আঞ্চলিক দলগুলি। আর এই দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার পিছনে মূল কারিগর হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে টানা তিনদিন বঙ্গ সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে প্রচার করবেন শরদ পাওয়ার, এমনটাই জানা গিয়েছে। এরই সঙ্গে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করার কথা শরদের। সূত্রের খবর, শরদের পর খুব শীঘ্রই রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে আসতে পারেন আরজেডি নেতা তেজস্বী যাদব, আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


