আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে বসতে চলেছে দেশের বিরোধী দলগুলির মেগা বৈঠক। বিহাকে পাটনায় যার মহড়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চব্বিশের লোকসভা ভোটে একের বিরুদ্ধে একের ফর্মুলা কাজে লাগানো সহ একাধিক এজেন্ডাকে সামনে রেখে ঐক্যমতে আসার চেষ্টা করবে কংগ্রেস, তৃণমূল, আপ, আরজেডি সহ দেশের তাবড় তাবড় বিরোধী দলগুলি। কিন্তু আজকের এই বৈঠকে থাকতে পারছেন না বিরোধী জোটের অভিভাবক হিসেবে পরিচিত শারদ পাওয়ার। এনসিপির তরফে এমন বার্তাই দেওয়া হয়েছে। যদিও কাল তাঁর বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে ভাইপো অজিত পাওয়ারের বিদ্রোহে এখন দলের রাশ নিজের হাতে রাখাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মারাঠা স্ট্রংম্যানের কাছে। কিন্তু তিনি নতুন কী রাজনৈতিক চমক দেন ও এই বিরোধী মহাশিবিরকে একজোট করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাঁর ভূমিকা ভবিষ্যতে কী থাকে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।