আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে পদে ছন্নছাড়া বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সূত্রের খবর, বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠকে রাষ্ট্রপতি পদে মরাঠা স্ট্রংম্যানের নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব ফেরান পওয়ার। বর্ষীয়ান নেতা জানান, তিনি সক্রিয় রাজনীতিতেই থাকতে চান। তাঁর পরিবর্তে বিকল্প কোনও নাম নিয়ে ভাবা হোক। তবে সবচেয়ে লক্ষ্যণীয় হল, বৈঠকে হাজির থাকলেও কংগ্রেস নেতাদের পক্ষ থেকে কোনও নাম প্রস্তাব করা হয়নি।