দেশ শরদ পওয়ারের দলে ভাঙন ধরালেন ভাইপো, মহারাষ্ট্রে ২৯ বিধায়ক নিয়ে রাজভবনে অজিত Posted on July 2, 2023July 2, 2023 Author বঙ্গনিউজ Comments Off on শরদ পওয়ারের দলে ভাঙন ধরালেন ভাইপো, মহারাষ্ট্রে ২৯ বিধায়ক নিয়ে রাজভবনে অজিত শরদ পওয়ারের দলে ভাঙন ধরালেন ভাইপো অজিত পওয়ার। এনসিপি-র ২৯ বিধায়ককে সঙ্গে নিয়ে রবিবারই মহারাষ্ট্রের সরকারে যোগ দিতে পারেন তিনি। ইতিমধ্যে সদলবলে মহারাষ্ট্রের রাজভবনে পৌঁছেছেন অজিত।