প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবি প্রদর্শিত হবে রাজ্যসভার সাংসদদের জন্য। এর আগে কাশ্মীর ফাইলস, গদর টু আর বাহুবলী দেখানো হয়েছে। এবার প্রদর্শিত হবে ‘শাস্ত্রী বিরুধ শাস্ত্রী’। শিবু নন্দিতা ছবি পোস্তর হিন্দি রিমেক। রাজ্যসভায় ছবিটি ২৩ মার্চ জিএমসি বালযোগী অডিটোরিয়ামে, সংসদ গ্রন্থাগার ভবনে, সকাল ১১.৩০ টায় প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। মিমির প্রথম হিন্দি ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায় এর চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। প্রসঙ্গত, রাজ্যসভায় বিশেষ স্ক্রিনিংয়ে রাজ্যসভার মহাসচিব এবং অভিনেতা পরেশ রাওয়াল, সহ পরিচালক নন্দিতা রায় উপস্থিত থাকবেন। ‘শাস্ত্রী বিরুধ শাস্ত্রী’ মুক্তির পরই দর্শকদের মন জয় করেছে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার ২০ দিনের জন্য শীর্ষ ১০ তালিকায় স্থান অর্জন করেছে। দর্শক এবং সমালোচকদের কাছ থেকে একইভাবে প্রশংসা কুড়িয়েছে। পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, মনোজ যোশী, শিব পণ্ডিত, মিমি চক্রবর্তী, কবির পাওয়া-কে ছবিতে দেখা গিয়েছে।