বিনোদন

প্রয়াত ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও খ্যাত শেফালি জারিওয়ালা

প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের এই পরিচিত মুখ। প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব হয় শেফালির। তাঁর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করতে রাতেই মুম্বইতে তাঁর বাড়ি পৌঁছায় পুলিস ও ফরেন্সিক দলও। উল্লেখ্য, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন শেফালি জারিওয়ালা। পরবর্তীতে ‘বিগ বস ১৩’, ‘নাচ বলিয়ে’ এর মতো রিয়ালিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি। বলিউডের সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবেই ধরা হত তাঁকে। ‘এছাড়াও, ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’তেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু মাত্র ৪২ বছরে থামল তাঁর সফর। তাঁর আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।