জেলা

সন্দেশখালি-কাণ্ডে শাহজাহানের ভাই আলমগীর সহ গ্রেফতার ৩

শেখ শাহজাহান কাণ্ডে নয়া মোড়। গ্রেফতার শাহজাহানের ভাই শেখ আলমগীর-সহ ৩। ইতিমধ্যেই সন্দেশখালি কাণ্ডে জাল গোটাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে গতি বাড়িয়ে শাহজাহানকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে নিজাম প্যালেসে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর-সহ ১৫ জনকে আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় ভাই আলমগীর, মাফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লা গ্রেফতার হন। আগামীকাল ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। সিবিআই সূত্রে খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। সিবিআই সূত্রে খবর, মাফুজার মোল্লার বাড়িতে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। মাফুজার  সন্দেশখালি ১ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আগরহাটী এলাকায় বাড়ি হলেও দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে থাকেন সরবেড়িয়া এলাকায়। এলাকায় শাহজাহানের ছায়াসঙ্গী বলেই পরিচিত। সিবিআইয়ের দাবি, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের হামলার ঘটনার দিন নেতৃত্ব দিয়েছিলেন মাফুজার। এ দিন সেই তথ্যই জেরায় উঠে আসে।