বিনোদন

ইডির উচ্ছেদের নোটিস পেয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ শিল্পা -রাজ কুন্দ্রা

ইডির উচ্ছেদের নোটিস পেয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। পিএমএলএ কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণে পুনের পাওয়ানা বাঁধের কাছে থাকা বাংলো এবং সান্তাক্রুজের ফ্ল্যাট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেত্রী ও তাঁর স্বামীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে বিচারপতি রেবতি মোহিত দেড়ে ও বিচারপতি পিকে চবনের ডিভিশন বেঞ্চে। ২০১৮ সালে অমিত ভরদ্বাজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এনফোর্সমেন্ট কেস ইনফর্মেশন রিপোর্ট বা সিডিউলড অফেন্সে শিল্পা বা কুন্দ্রার নাম ছিল না। যদিও ২০২৪ সালের এপ্রিলে এই দম্পতির বাসস্থান সহ অন্যান্য সম্পত্তি আপাত বাজেয়াপ্তের নোটিশ দেয় ইডি। ইডি’র সঙ্গে তাঁরা দুজনেই তদন্তে সবরকম সহযোগিতা করে চলেছেন। তা সত্ত্বেও ১৮ সেপ্টেম্বর তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের নোটিশ দেওয়া হয়েছে। আর তিন অক্টোবর উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।