দিল্লিতে চলছে উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে মুখোমুখি হয়েছেন জগদীপ ধনকর এবং মার্গারেট আলভা । প্রথম থেকেই এই নির্বাচনে তৃণমূল অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল। সেই মতো আজকে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের কোনো সাংসদ ভোট দিচ্ছেন না। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদে এসে ভোট দান করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। জানা যাচ্ছে, তাঁদের ভোটদান থেকে বিরত থাকার জন্য লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করলেন পিতা-পুত্র দুই সাংসদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রবীণ সংসদ সৌগত রায় জানিয়েছেন, ‘তাঁদের কাছে এটাই প্রত্যাশিত’। একুশের বিধানসভার নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের। তৃণমূল সাংসদ হওয়া সত্ত্বেও শিশির অধিকারীকে গেরুয়া শিবিরের সঙ্গে সখ্যতা বাড়াতে দেখা গিয়েছিল। সেক্ষেত্রে দলীয় নির্দেশ অমান্য করে দুই সাংসদের দিল্লি এসে ভোটদান কার্যত স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।