বিদেশ

কানাডায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের হামলা, মৃত ২, আহত ৬

কানাডার অটোয়ায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের হামলায় ২ যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রাতে গিবফোর্ড ড্রাইভের একটি কনভেনশন সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন’র। রিসিপশন ভেন্যুটির পার্কিং এরিয়ায় বন্দুকবাজদের গুলিতে আরও ছয়জন আহত হয়েছেন। ওই ভেন্যুতে একই সঙ্গে দুটি বিয়ের আয়োজন করা হয়েছিল।জানা গেছে, হঠাৎ গোলাগুলির শব্দ শুনে সেখানে আসা অতিথিরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেন। এই সময় খুব দ্রুত গুলি চালানো হয়। লোকজন ভয়ে-আতঙ্কে চিৎকার শুরু করেন। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও গুলি চালানো হয়। ১৫ থেকে ১৬টি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। অটোয়া পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে নিহত দুই যুবকের একজন ২৬ বছর বয়সী সাইদ মহম্মদ আলি, অন্যজনের ২৯ বছর বয়সী আবদিশাকুর আবদি-দাহির। তাঁরা টরন্টো থেকে এসেছিলেন। আহত ৬ জনের মধ্যে মার্কিন নাগরিক রয়েছেন।