জেলা

পুরুলিয়া জেলার আদ্রা পার্টি অফিসে ঢুকে তৃণমূল টাউন সভাপতিকে গুলি করে খুন

বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরে দুষ্কৃতীদের হাতে খুন হলেন পুরুলিয়া জেলার আদ্রা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবে। একইসঙ্গে দুষ্কৃতিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন তার দেহরক্ষী। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকে গুলি লেগেছে।পঞ্চায়েত নির্বাচনে নিহত তৃণমূল টাউন কংগ্রেসের সভাপতি বিশেষ দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের দলীয় অফিসে তিনি যখন বসেছিলেন সেই সময় দুষ্কৃতীরা সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়ে তাকে খুন করে। এরপর তার রক্তাক্ত দেহ উদ্ধার করে দলীয় কর্মীরা স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পঞ্চায়েত নির্বাচনের আগে পুরুলিয়া শহরের বুকে ভর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ঢুকে দুষ্কৃতীদের এই খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ,বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ধনঞ্জয় চৌবে যখন পুরুলিয়ার আদ্রার ওল্ড মার্কেট এর সামনে বসে ছিলেন, সেই সময় মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা আসে। হিন্দি ফিল্মের কায়দায় তারা একাধিক গুলি ছুঁড়তে থাকে আগ্নেয়াস্ত্র থেকে। তৃণমূলের টাউন সভাপতি দেহে পরপর তিনটি গুলি লাগে। দুষ্কৃতীরা পেশাদারী খুনের কায়দায় এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। স্থানীয় মানুষজন রক্তাক্ত ধনঞ্জয় চৌবেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতেই বিরোধীরা দুষ্কৃতীদের দিয়ে এই খুন করিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে । এলাকায় উত্তেজনা আছে। পুলিশ ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে।