রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার উত্তর দমদম পুরসভার সাবিত্রী পল্লিতে নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে গেলেন রূপান্তরকামী সংগঠনের প্রধান সুমনা ধর। নিমতা থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারলেও প্রাথমিক ভাবে মনে করছে ঘটনার পিছনে ত্রিকোন প্রেমের তত্ত্ব থাকতে পারে। তবে গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে উদাসিনতার অভিযোগ তুলেছেন মৃতার সঙ্গীরা। উত্তর দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবিত্রী পল্লির বাসিন্দা সুমনাকে কারা, কেন খুন করল তা স্পষ্ট নয় এখনও। ঘটনার জেরে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনি চাপা উত্তেজনাও ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার রাতে কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে এলাকায় এসে সুমনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালায়। সুমনার শরীরে তিনটি গুলি লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নিমতা থানার পুলিশ। গুলিবিদ্ধ সুমনাকে তাঁরাই উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সুমনার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাঁকে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনার জেরে সুমনার সঙ্গীদের তথা একটি তৃতীয় লিঙ্গ সংগঠনের তরফে নিমতা থানায় অভিযোগ দায়ের করা হযয়েছে। যদিও কারা, কী কারণে সুমনাকে গুলি করল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন সুমনার সঙ্গীরাও। তবে এই ঘটনার জেরে তাঁরা রীতিমত আতঙ্কে আছেন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসন তাঁদের পাশে নেই বলেও তাঁরা অভিযোগ তুলেছেন। যদিও নিমতা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনার জেরে সরব হয়েছেন, রূপান্তরকামীদের একটি সংগঠনের প্রধান রঞ্জিতা।