লেক গার্ডেন্সের পর এবার ফের খাস কলকাতায় সিন্ডিকেট দৌরাত্ম্যের অভিযোগ উঠল । মঙ্গলবার সিন্ডিকেট সদস্যদের মধ্যে গোলমালের জেরে চলল গুলি ৷ গুলিবিদ্ধ হন স্থানীয় বাসিন্দা মলয় দত্ত ৷ তাঁদের ভর্তি করা হয়েছে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে । তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। ঘটনাস্থলে যাচ্ছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।