কলকাতা

কলকাতায় শ্যুটআউট, মাঝ রাতে পার্ক স্ট্রিটের কাছে গুলিবিদ্ধ যুবক

খাস কলকাতায় চলল গুলি৷ শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে৷ এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে বাইকের রেষারেষিকে কেন্দ্র করে মির্জা গালিব স্ট্রিটে গন্ডগোলের সূত্রপাত হয়৷ স্থানীয় এক বাসিন্দার কথায়, এই ঘটনার গভীর রাতে ওই এলাকায় চড়াও হয় বহিরাগত সত্তর থেকে আশিজন বহিরাগত যুবক৷ তখনই গুলি চলে বলে অভিযোগ৷ ঘটনার তদন্তে নামে পার্ক স্ট্রিট থানার পুলিশ৷ ঘটনাস্থলে যায় লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরাও৷