কলকাতা

একাদশের সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করল শিক্ষা সংসদ

দ্বাদশের পর একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত অধ্যায়ভিত্তিক সিলেবাস ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক বিজ্ঞপ্তি দিয়ে সংসদ প্রায় ৩০-৩৫ শতাংশ বাদ যাওয়া সিলেবাসের অধ্যায়গুলি ওয়েবসাইটে তুলে ধরেছে। তাৎপর্যপূর্ণভাবে, বাংলা প্রথম ভাষায় বাদ দিতে হয়েছে স্বামী বিবেকানন্দ, কাজি নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্রর মতো ব্যক্তিত্বের লেখা। স্বামীজির হাঙর শিকার প্রবন্ধটি, নজরুলের দ্বীপান্তরের বন্দিনী কবিতার পাশাপাশি মাইকেল এবং দীনবন্ধু মিত্রর দু’টি নাটকও বাদ গিয়েছে। এছাড়াও কলম্বিয়ার বিশ্ববন্দিত স্প্যানিশ কবি ও গল্পকার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটি গল্প (বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো) যেটি সম্প্রতি প্রয়াত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছিলেন, তাও বাদ দিতে হয়েছে। উল্লেখ্য, ইতিহাস থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে ধর্ম অধ্যায়টি। এছাড়াও, ফিজিক্স, সোশিওলজি, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সির মতো বিষয় থেকেও বহু গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ গিয়েছে। সিলেবাস সংক্ষিপ্ত করার জন্য বিশেষ কমিটি এই সুপারিশ করেছিল। ইংরেজির সিলেবাস অবশ্য ঘোষণা করা হয়নি। দ্বাদশের বাকি বিষয়গুলির সংক্ষিপ্ত সিলেবাসও দ্রুত ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।