জেলা

টার্গেট পূরণ না হলে কড়া ব্যবস্থা, খোয়াতে হতে পারে পদও, কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে জয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । টার্গেট যদি পূরণ না হয় তবে কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। খোয়াতে হতে পারে পদও। বুধবার এক বৈঠকে একথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিষ্ণুপুরের আমতলায় ডায়মন্ড হারবার বিধানসভার কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, ভোটে জেতার ব্যবধান চার লক্ষ হতে হবে। এত উন্নয়ন ও পরিষেবা দেওয়ার পর ২০১৯ লোকসভা ভোট এবং ২০২১ বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার বিধানসভার যে বুথগুলিতে লিড পায়নি তৃণমূল সেখানে বেশি করে জোর দিতে হবে। কেন সেখানে তৃণমূল হারল তা মানুষের সঙ্গে কথা বলে জানতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে। এদিন অভিষেক আরও বলেন, আগামী দুমাস রাস্তায় নেমে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের অভিযোগগুলি শান্তভাবে শুনতে হবে।