ডিভোর্সের মামলার শুনানিতে হাজির দিতে এসেছিলেন দু’জনে। বাদানুবাদে জড়িয়ে পড়লেন শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়। চুপ করে থাকলেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও! উত্তেজনা ছড়াল আলিপুর কোর্ট চত্বরে। স্বামী-স্ত্রী দাম্পত্যে চিড় ধরেছে। ২০১৮ সালে নভেম্বরে বেহালার পর্ণশ্রীতে নিজের বাড়ি ছেড়ে যান শোভন। গোলপার্কের একটি আবাসনের বৈশাখীর সঙ্গে থাকেন তিনি। স্ত্রী রত্নার বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। এদিন সেই মামলারই শুনানি ছিল আলিপুর আদালতে। শুনানিতে অংশ নিতে এসেছিলেন শোভন। সঙ্গে ছিলেন বৈশাখীও। হাজির ছিলেন রত্নাও। তখন মধ্য়াহ্নভোজের বিরতি চলছে। আদালত চত্বরেই প্রায় ১০ মিনিটেরও বেশি ধরে চলে শোভন-রত্না কথা কাটাকাটি! সেই বাদানুবাদে জড়িয়ে পড়েন বৈশাখীও।