কলকাতা

আইকোর চিটফান্ড মামলায় সিবিআই দফতরে হাজিরা দিলেন শোভন, সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়

আইকোর চিটফান্ড মামলায় সিবিআইয়ের তলবে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে সিবিআই দফতরে গিয়েছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। হাজরা মোড়ের কাছে উত্তম মঞ্চ অটুট রাখার বিষয়ে বিষয়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভনবাবুকে এদিন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। জেরা থেকে বেরিয়ে শোভনবাবু বলেন, উত্তম মঞ্চের বিভিন্ন বিষয়ে তাঁকে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসা করেছেন। তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন।