দেশ

কর্ণাটকে সিদ্দারামাইয়া মন্ত্রিসভায় শপথ নিলেন আরও ২৪ জন

কর্ণাটকে সিদ্দারামাইয়া মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আরও ২৪ জন। গত শনিবার সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার সহ দশজন শপথ নিয়েছিলেন। এদিন শপথ নিলেন আরও ২৪ জন। বিধানসৌধ ভবনে রাজ্যপাল থাবরচন্দ গেহলট ২৪ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।  শনিবার শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডু রাও, কর্ণাটক যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি কৃষ্ণা বায়রে গৌড়া, মহিলা কংগ্রেস নেত্রী লক্ষ্মী হেব্বলকর, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এসআর বঙ্গারাপ্পার ছেলে মধু, প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি এশ্বর খান্ডারে, এইচ কে পাটিল, কে ভেঙ্কটেশ। মন্ত্রিসভায় ঠাঁই পাননি বিধানসভা ভোটের আগে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন মু‌খ্যমন্ত্রী জগদীশ শেট্টার এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সভাড়ী। শেট্টার হেরে গেলেও কংগ্রেস প্রার্থী হিসাবে জিতেছিলেন লক্ষ্মণ। এদিন শপথ নিয়েছেন শিবানন্দ পাটিল, রামাপ্পা বালাপ্পা তিম্মাপুর, এসএস মল্লিকার্জুন, শিবরাজ সাঙ্গাপ্পা, মঙ্কল বৈদ্য, ডি সুধাকর, সন্তোষ লাড, বি নগেন্দ্র প্রমুখ। শপথ নেওয়া ২৪ মন্ত্রীর ২৩ জনই বিধায়ক বা বিধান পরিষদের সদস্য। একমাত্র ব্যতিক্রম কংগ্রেস হাইকমান্ডের ঘনিষ্ট এনএস বোসেরাজু। মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ছয় লিঙ্গায়েত সম্প্রদায়ের বিধায়ক। চার জন ভোক্কালিগা সম্প্রদায়ের মন্ত্রীও জায়গা পেলেন। এছাড়া অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিরাও আছেন মন্ত্রিসভায়। কর্ণাটক বিধানসভার আসনসংখ্যা ২২৪। পরিষদীয় বিধি মেনে তাঁদের ১৫ শতাংশ অর্থাৎ ৩৪ জন মন্ত্রী হতে পারেন। এদিন সেই ‘‌কোটা’‌ পূর্ণ হল।