জেলা

আমার কুড়মি ভাইয়েরা একাজ করতে পারে নাঃ মুখ্যমন্ত্রীর

‘আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা একাজ করতে পারে না’। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে গিয়ে বিজেপির নাম না করে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘আমি মনে করি, কুড়মিদের নাম করে, বিজেপির স্লোগান নিয়ে, এই অত্যাচার করেছে বিজেপি দল’। সংরক্ষণের দাবিতে আন্দোলনে নেমেছেন কুড়মি  সম্প্রদায়ের মানুষেরা। বাঁকুড়া, পুরুলিয়ার পর এবার ঝাড়গ্রাম। যাত্রাপথে ফের বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক। সঙ্গে এবার মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর, তৃণমূল কর্মীদের উপর হামলা! সূত্রের খবর, কীভাবে এমন ঘটনা ঘটল? পুলিস সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে পশ্চিম মেদিনীপুরে ‘তৃণমূলে নবজোয়ারে’  স্বয়ং তৃণমূলনেত্রী। শালবনিতে একমঞ্চে দেখা গেল মমতা-অভিষেককে। এদিন মমতা বলেন, এতবড় সাহস, কালকে বীরবাহা হাঁসদা আমাদের দলের মন্ত্রী,  তাঁর গাড়িও  ভাঙচুর করেছে। সে একটা আদিবাসী কন্যা। অভিষেককে আক্রমণ করতে গিয়েছিল। অনেক মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে’। সঙ্গে হুঁশিয়ারি, ‘মনে রাখবেন, গদ্দারি করে,টাকার জোরে, আর দাঙ্গা লাগিয়ে, আর যাই করুন, বাংলাকে শেষ করতে পারবেন না, তৃণমূল কংগ্রেসকেও শেষ করতে পারবেন না’।