দেশ

রাষ্ট্রপতি পদে বিরোধী দলের প্রার্থী হচ্ছেন শরদ পওয়ার!

 আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হতে পারেন বর্ষীয়ান নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সূত্রের খবর, ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে মরাঠা স্ট্রংম্যানকে বিরোধী প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করানোর কথা বিভিন্ন বিরোধী দলের নেতাদের জানানো হয়েছে। সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি , তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও তৃণমূল।  এমনকী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ও উদ্ধব ঠাকরের শিবসেনার পক্ষ থেকেও পওয়ারকে প্রার্থী হিসেবে মেনে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।