জেলা

দোলের দিন ফের সিকিমে ধস, লাচুংয়ে আটকে বহু পর্যটক

হোলির উৎসবের মাঝেই সিকিমে বড়সড় বিপত্তি। সোমবার প্রবল দুর্যোগের জেরে উত্তর পূর্বের এই রাজ্যে ভয়াবহ ধস নামে। যার ফলে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে বিপদে পড়েছেন একাধিক পর্যটক। বহু মানুষের সেখানে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সিকিম সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি না দেওয়া হলেও ধসের মধ্যে কোনও গাড়িকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। ফলে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পরিকল্পনা কার্যত ভেস্তে গিয়েছে পর্যটকদের। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই লাচুংয়ের রাস্তায় ধসের ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিতে রাস্তা মাঝখান থেকে ধসে গিয়েছে। এদিকে, বেহাল অবস্থা ১০ নম্বর জাতীয় সড়কের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। রবিবারই এই নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে দোল উৎসবে পাহাড়ে বেড়াতে গিয়ে বিপাকে পড়ছেন বহু পর্যটক। এখন তাদের ঘুরপথে যাতায়াত করতে হবে। উল্লেখ্য, ১০ নম্বর জাতীয় সড়কটি শিলিগুড়ির বালাসন সেতু থেকে গ্যাংটক পর্যন্ত চলে গিয়েছে। টানা বৃষ্টির জেরে বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে রবিঝোরা থেকে লিকুবীর পর্যন্ত। কয়েক কিলোমিটার রাস্তায় যে কোনও সময় পাহাড় থেকে সমানে বড় বড় পাথর খসে পড়ছে।