আজ উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ এদিন ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৫০টি আসনে চলছে ভোটগণনা৷ অন্যদিকে, ৩২ আসনে সিকিমেও গণনা আজ৷ ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সকাল ৬টা থেকেই অরুণাচল প্রদেশের ২৪ জেলার হেডকোয়াটার্সে শুরু হয়েছে ভোট গণনা৷ আর দিনের শুরুতেই জয় প্রায় নিশ্চিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি৷ দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা৷ অন্যদিকে, সিকিমের ছয় জেলাতেও চলছে গণনা৷ বেলা সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অরুণাচল প্রদেশের অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির৷ ইতিমধ্যেই ১২ আসনে ঘোষিত হয়েছে বিজেপির জয়৷ বাকি ৩৩ আসনেও এগিয়ে তারা৷ অন্যদিকে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এগিয়ে ৬টি আসনে, এনসিপি ৪টিতে, পিপিএ ৩টিতে এবং একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী৷ অরুণাচলে ম্যাজিক ফিগার ৩১৷ সিকিমে অবশ্য ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)৷ ৩২ আসনের সিকিম বিধানসভার ৩০টিতেই এগিয়ে এসকেএম৷ এখানে ম্যাজিক ফিগার ১৭৷