বিনোদন

করোনার পার্শ্বপ্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি হারাতে বসেছেন জনপ্রিয় গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়!

করোনা নিয়ে এবার জনসাধারণকে সতর্ক করলেন জনপ্রিয় গায়িকা পরমা বন্দোপাধ্যায়। নিজের শারীরিক অসুস্থতার উদাহরণ দিয়ে সবাইকে সাবধান করলেন তিনি। ফেসবুক পোস্টে খ্যাতনামা গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কোভিড থেকে সাবধান। আক্রান্ত হওয়ার পর হয়তো প্রাণ থাকবে। তবে হঠাৎ করেই অঙ্গহানি হতে পারে। এর ফল সুদূর প্রসারিত।’ পোস্টে পরমা আরও লেখেন, ‘গত সপ্তাহেই হঠাৎ করে জ্বর আসে। ডাক্তারদের কথায় নানারকম পরীক্ষাও হয়। তেমন কোনও সংক্রমণ শরীরে ধরা পড়েনি। অ্যান্টিবায়োটিকের কোর্স করি। তবে সমস্যা শুরু হয় গত শুক্রবার থেকেই। হঠাৎ করেই বাঁ চোখে ঝাপসা দেখতে শুরু করি। রবিবারের মধ্যেই দৃষ্টিশক্তি প্রায় ঝাপসা হয়ে যায়। চোখটা একটু ভারী ভারী লাগছিল। প্রায় ৮০ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি আমি। কিছু আর দেখতে পাচ্ছি না। এদিকে কোনও জ্বর নেই, ব্যথাও নেই।’ সার্জারির পর গায়িকা ফেসবুকে তাঁর ছবিও পোস্ট করেছেন। এই পোস্টের মধ্যে দিয়ে পরমা আরও জানিয়েছেন, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার পরেই কলকাতা অন্যতম আই সার্জেন ডাক্তার অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। যিনি পরমার ভাল বন্ধুও। ডাক্তারের কথায় পরমাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, পরমা ভিএইচকে সিন্ড্রোম নামে এক চোখের অসুখে ভুগছেন। চলছে এখনও নানারকম চিকিৎসা।  এই অসুখে নাকি দৃষ্টিশক্তি একেবারেই হারাতে পারেন পরমা। তা নিয়ে আপাতত, দুশ্চিন্তায় রয়েছেন গায়িকা। আর সোশ্যাল মিডিয়ার এই পোস্টের মধ্যে দিয়ে সবাইকে করোনা নিয়ে সচেতনও করছেন তিনি। গায়িকার মন্তব্য, “আমার ডাক্তার বন্ধুকে এত চিন্তিত আগে কখনও দেখিনি। একাধিকবার আমাকে জিজ্ঞেস করেছেন যে, ‘কী করে বাঁধালে এই অসুখ?’ এরপর তড়িঘড়ি আমার চোখের অপারেশন হয়। চোখের মণি থেকে ফ্লুয়িড নিয়ে নানারকম টেস্ট করা হচ্ছে। ঠিক কোন সংক্রমণের জন্য এই পরিস্থিতি? সেটা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। আদৌ সেরে উঠব কিনা জানিনা। আপনারা সাবধানে থাকুন এবং আমার জন্য প্রার্থনা করুন।”