নয়াদিল্লিঃ ফের রেকর্ড দৈনিক করোনা আক্রান্তের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। দেশে এই নিয়ে টানা ২ দিন ৩ লক্ষেরও বেশি কোভিড সংক্রমণ। সেই সঙ্গে রেকর্ড হারে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টা করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ২৬৩ জনের। আজকের এই পরিসংখ্যান গতকালের তুলনায় ১৭ হাজার বেশি! এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫। মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জন। পাশাপাশি, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরেও উঠেছেন ১ লক্ষ ৯৩ হাজার ২৭৯ জন। সবমিলিয়ে দেশে মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬ জন। সবচাইতে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। এদিন দৈনিক করোনা আক্রান্তের সর্বকালীন রেকর্ড হয়েছে সেখানে। নতুন করে মহারাষ্ট্রে বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৩ জন। মহারাষ্ট্রের পর দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেই বেশি করোনার দাপট দেখা যাচ্ছে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে করোনার প্রভাব

বেশি। কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৯৫, কর্ণাটকে এদিন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। হরিয়ানায় আজ থেকে সন্ধে ৬ টার পর সমস্ত জমায়েত, দোকান-বাজার বন্ধ থাকবে। গতকাল এই করোনা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্ট জরুরি অবস্থার মতো পরিস্থিতি বলে মন্তব্য করেন। অক্সিজেন নিয়ে আকাল দেখা যাচ্ছে দেশে। এই অক্সিজেন বণ্টন নিয়ে কেন্দ্রীয় সরকারকে ‘জাতীয় নীতি’ প্রণয়ন করতে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। আজ উচ্চপর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এরাজ্যেও ভয়াবহ আকার নিচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় বঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। দু’দিন আগেই করোনার তৃতীয় মিউট্যান্টের হদিশ পেয়েছেন বিশেষজ্ঞরা। সেখানে এই রাজ্যেও মিলেছে তৃতীয় স্ট্রেনের হদিশ। আর এই কোভিড গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপতর হতে চলেছে। শেষ পাওয়া পরিসংখ্যানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ছাড়িয়েছে।


