বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শিশির অধিকারীকে কটাক্ষ করছিলেন তৃণমূল নেতারা। সেইসব কটাক্ষকে পাত্তা না দিয়ে এদিন শিশির অধিকারী বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে নামেন। আর সেই প্রচার করতে গিয়েই এবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশিরবাবু। তাঁর পুরনো দলের কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে ধরে স্লোগান তুলতে থাকেন অধিকারী পরিবার গদ্দার, মিরজাফর, বিশ্বাসঘাতক, চিটিংবাজ ইত্যাদি। এই বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যেই এগরার পটাশপুরের সভাস্থল তখন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকরা। দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সংঘর্ষের আবহের মধ্যেই শিশির অধিকারীও তেড়ে যান তৃণমূলের কর্মীদের দিকে। সংঘর্ষ বেশ কিছুক্ষণ চলার পর ঘটনাস্থলে আসে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার পর তাঁদের ঘিরে বিজেপি কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার খবর পেয়ে এগরার পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর দলও আসে। তারপর ধীরে ধীরে পরিস্থিতি নাগালে আসে। এখনও গোটা এলাকা রয়েছে থমথমে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছে পটাশপুরে। এই ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ রাজনৈতিক ভাবে তৃণমূল আর পেরে উঠছে না বিজেপির সঙ্গে তাই ভোটের আগে এসব করছে। এই ঘটনা প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, পূর্ব মেদিনীপুরের সব আসনে বিজেপি জয় পাবে। ধুয়েমুছে সাফ হয়ে যাবে তৃণমূল।